About Us

বাঙলার রাজনৈতিক সীমানা পাল্টে গেছে যুগে যুগে, আবারও পাল্টাবে হয়তো। কিন্তু আমরা দেখতে চাই সাংস্কৃতিক শেকড়। বাঙলাভাষী জনগোষ্ঠীর ঐতিহ্যগত আবাসভূমি - বাংলাদেশ, পশ্চিমবাংলা ও ত্রিপুরা, এবং আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারের অংশবিশেষ - এই ভূখণ্ডই আমাদের বৃহত্তর বাঙলা। এই বৃহত্তর বাঙলায় জন্মায় এমন সব উদ্ভিদের সঙ্গে পরিচিত হওয়া এবং এদের বাঙলা ও বৈজ্ঞানিক নাম জানাটাই আমাদের উদ্দেশ্য। বাঙলা নাম জানতে চাইলেও ইংরেজি ও আদিবাসীদের ব্যবহৃত নাম মোটেই ব্রাত্য নয়, বরং নতুন নাম সংযোজনের মাধ্যমে বাঙলা ভাষাটাই সমৃদ্ধ হয়।

পেছনের কথা

বাঙলার গাছপালার বাঙলা নাম ও বিস্তার নিয়ে শতেক বিভ্রান্তির মধ্যে ২০১৭ সালে কয়েকজন তরুণের উদ্যোগে এ প্রক্রিয়া শুরু হয়। বৃহত্তর বাঙলার উদ্ভিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য বাঙলার উদ্ভিদকুল নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করা হয়। তারই দ্বিতীয় ধাপ এই ব্লগসাইট।

উপদেষ্টা পর্ষদ

(এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নির্বাচন করা হয়নি)

সম্পাদনা পর্ষদ

ড. আহসান হাবিব । তৌহিদুজ্জামান তৌহিদ । প্রাণকৃষ্ণ দেবনাথ । ফাহাদ বিন রফিক । বুবাই বেরা । রবিউল হাসান ডলার । শুভদীপ মণ্ডল অধিকারী । সাজ্জাদ হোসেন তুহিন 

সম্পাদক

হাসান মেহেদী