Glossary

  1. Abrasus (উভ) : ঘষে বা চেঁছে তোলা
  2. Abrupta (স্ত্রী) : কর্তিত পাতার মতো
  3. Abruptum (ক্লীব) : Abrupta
  4. Abruptus (পুং) : Abrupta
  5. Acanthifolia (স্ত্রী) : অ্যাকান্থাসের মতো পাতা
  6. Acanthifolium (ক্লীব) : Acanthifolia
  7. Acanthifolius (পুং) : Acanthifolia
  8. Accessory: আনুষঙ্গিক। যেমন : কাঁঠাল (Artocarpus heterophyllus Lam.); আনারস (Ananas comosus (L.) Merr.) ইত্যাদি।
  9. Acicular: সূঁচ্যাকার; সূঁচাকার; সূঁচালো। যেমন : পাইন (Pinus roxburghii Sarg.)।
  10. Actinomorphic Flower: সমাঙ্গ ফুল; বহুপ্রতিসম ফুল; সমাঙ্গ ফুল। যেমন : জবা (Hibiscus rosa-sinensis L.), নয়নতারা (Catharanthus roseus (L.) G.Don; সমনাম : Vinca rosea L.) ইত্যাদি।
  11. Acuale (ক্লীব) : কাণ্ডহীন
  12. Acualis (উভ): Acuale 
  13. Acuminate: দীর্ঘাগ্র
  14. Acute: সূচ্যগ্র; সূচাগ্র। যেমন : আমের পাতা (Mangifera indica L.)
  15. Acyclic Flower: অচক্রভূত পুষ্প; যে পুষ্পের পত্র বা পাঁপড়ি প্যাঁচালোভাবে অক্ষে সন্নিবিষ্ট
  16. Adaptation: অভিযোজন; খাপ খাইয়ে নেয়া
  17. Adaxial: পাতার উপরিভাগ
  18. Adventitious Root: অস্থানিক মূল; ভ্রুণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অঙ্গ থেকে উৎপন্ন মূল। অস্থানিক মূল চার ধরনের : গুচ্ছমূল (Fibrous Root), পত্রজ মূল বা পত্রাশ্রয়ী মূল (Foliar Root), কাণ্ডজ মূল (Cauline Root) ও প্রভাবক মূল (Seminal Root)।
  19. Aerenchyma: বায়ুকোষ; জলজ উদ্ভিদের শেকড় ও পাতায় থাকা কোষ যাতে বায়ু ধরে রেখে উদ্ভিদটি ভেসে থাকতে পারে।
  20. Aerial Root: বায়ুমূল। যেমন : ঝুরিবট (Ficus benghalensis L.), কেয়া (Pandanus tectorius Parkinson ex Du Roi), ভুট্টা (Zea mays L.) প্রভৃতি।
  21. Aggregate Fruit: গুচ্ছফল; গুচ্ছিত ফল। যেমন : আতা (Annona squamosa L.), স্বর্ণচাঁপা (Magnolia champaca (L.) Baill. ex Pierre), কাঁঠালিচাঁপা (Artabotrys hexapetalus (L.f.) Bhandari), আকন্দ (Calotropis gigantea (L.) Dryand.)।
  22. Agriculture: কৃষি; কৃষিবিদ্যা 
  23. Alba (স্ত্রী) : সাদা
  24. Albizia (স্ত্রী) : আলবিজিয়া। ইতালীয় অভিজাত Filippo degli Albizzi-এর স্মরণে এ নাম দেয়া হয়। তিনি ১৮ শতকের মাঝামাঝি ইউরোপে এই গাছ প্রবর্তন করেছিলেন।
  25. Album (পুং) : Alba 
  26. Albus (ক্লীব) : Alba 
  27. Algae: শৈবাল; শেওলা; এক প্রকার সমাঙ্গদেহী উদ্ভিদ (Thallophyta)
  28. Algology: শৈবালবিদ্যা
  29. Alien: ভিনদেশি
  30. Alternative Leaf: একান্তর, পরিবর্ত। শাখা বা প্রশাখার একটি পাতার অপরপাশে আরেকটি পাতা না হয়ে একটু দূরে বিপরীত পাশে হয়। 
  31. Americana (স্ত্রী) : আমেরিকান; আমেরিকাবাসী (মার্কিন যুক্তরাষ্ট্র) 
  32. Americanum (ক্লীব) : Americana 
  33. Ambiguous: দ্ব্যার্থবোধক
  34. Anatomy: শারীরতত্ত্ব; শারীরবিদ্যা
  35. Androecium: পুংস্তবক। দলমণ্ডলের ভেতরে থাকে। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলা হয়। পুংকেশরের দুটো অংশ পুংদণ্ড (Filament) ও পরাগধানি (Anther)।
  36. Anemophily:
  37. Angiosperm: আবৃতবীজী উদ্ভিদ; গুপ্তবীজী উদ্ভিদ; এক ধরনের সপুষ্পক উদ্ভিদ (Spermatophyte)। গুপ্তবীজী উদ্ভিদ দুই প্রকার : একবীজপত্রী উদ্ভিদ (Monocot) ও দ্বিবীজপত্রী উদ্ভিদ (Dicot)।
  38. Annual Plant: বর্ষজীবী উদ্ভিদ
  39. Annulated Root: বলয়ী মূল বা চক্রাকৃতি মূল। অস্থানিক মূলগুলো খাদ্য সঞ্চয় করে চাকতির মতো খণ্ড তৈরি করে যেগুলো পরপর সাজানো থাকে। যেমন : ইপিকাক (Carapichea ipecacuanha (Brot.) L.Andersson; সমনাম : Cephaelis ipecacuanha (Brot.) A.Rich.)
  40. Anther: পরাগধানি
  41. Anthophyte:
  42. Apex: পত্রশীর্ষ
  43. Apetalous: পাপড়িহীন, দলহীন ফুল
  44. Apex of Lamina: পত্রফলকের শীর্ষ
  45. Apocarpous: মুক্তগর্ভপত্রী। বহুগর্ভপত্রের একটি ধরন। প্রতিটি গর্ভপত্র পরস্পর মুক্ত অবস্থায় থাকে। যেমন : আতা (Annona squamosa L.), স্বর্ণচাঁপা (Magnolia champaca (L.) Baill. ex Pierre) ইত্যাদি।
  46. Apogamy: অসঙ্গজনন
  47. Apospory: অরেণুজনন
  48. Aquatic Plant: জলজ উদ্ভিদ 
  49. Arabica (স্ত্রী) : আরবি; আরববাসী; আরব অঞ্চলের 
  50. Archegonia: স্ত্রীধানি 
  51. Assamica (স্ত্রী): অসমীয়; আসামের (ভারতের আসাম রাজ্য) 
  52. Assimilatory Root: আত্তীকরণ মূল। যেমন : পদ্মগুলঞ্চ (Tinospora sinensis (Lour.) Merr.; সমনাম : Tinospora cordifolia (Willd.) Miers)।
  53. Asymmertical Leafbase: অসম পত্রমূল
  54. Asymmetrically Zygomorphic: অপ্রতিসম ফুল। যেমন : কলাবতী (Canna indica L.)
  55. Auct. (Auctorum): মূল অর্থ লেখক বা নামকরণকারী। ব্যাবহারিক অর্থ ‘একই রকম’ বা ‘এইমতো’। সাধারণত একই নাম অনির্দিষ্ট অনেক উদ্ভিদবিদ ব্যবহার করলে auct. ব্যবহার করা হয়। যেমন : Amaranthus adscendens auct.। এছাড়া একাধিক উদ্ভিদবিদ ভিন্ন ভিন্ন উদ্ভিদের একই বৈজ্ঞানিক নাম ব্যবহার করলেও auct. ব্যবহার করে উদ্ভিদটি নির্দিষ্ট করা হয়। উদাহরণ : Leucospermum bolusii auct. non Gandoger; অর্থ হলো উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Leucospermum bolusii কিন্তু উদ্ভিদবিদ গ্যানডোজার যে উদ্ভিদটি বোঝাতে চেয়েছেন সেটি নয়।
  56. Auct. mult. (Many Authors): বহুস্বীকৃত; বহু উদ্ভিদবিদ যখন একটি উদ্ভিদের নামকরণ করেন তখন auct. mult. ব্যবহার করা হয়।
  57. Author: লেখক, শনাক্তকারী, নামকরণকারী
  58. Autophyte: স্বভোজী উদ্ভিদ; যে উদ্ভিদ সূর্যালোক ও মাটির পুষ্টির মাধ্যমে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। পরাশ্রয়ী উদ্ভিদও (Epiphyte) স্বভোজী উদ্ভিদের অন্তর্গত।
  59. Autotroph: স্বভোজী; স্বভূক; নিজের খাদ্য নিজেই তৈরি করে নিতে সক্ষম।
  60. Axis: মধ্যস্থল, মেরুদণ্ড, প্রধান অবলম্বন
  61. Basionym (Basyonym, Basonym): আদিনাম; প্রথম যে বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছিলো।
  62. Beaded Root: মালাকৃতি মূল। যেমন : মেটে আলু (Dioscorea alata L.); কাকরোল (Momordica cochinchinensis (Lour.) Spreng.) ইত্যাদি।
  63. Bell-shaped Corolla: ঘণ্টাকার দলমণ্ডল। যেমন : মিষ্টি কুমড়ো (Cucurbita moschata Duchesne), লাউ (Lagenaria siceraria (Molina) Standl.), তেলাকুচা (Coccinia grandis (L.) Voigt; সমনাম : Coccinia indica Wight & Arn.)
  64. Bhutanica (স্ত্রী) : ভুটানি; ভুটানবাসী
  65. Biennial Plant: দ্বিবর্ষজীবী উদ্ভিদ
  66. Bilabiate Corolla: ওষ্ঠাধরাকৃতি দল। পাঁচটি পাপড়ি যুক্ত হয়ে ওষ্ঠ ও অধর তৈরি করে। সাধারণত ওষ্ঠে দুটি ও অধরে তিনটি পাপড়ি থাকে। যেমন : তিল (Sesamum indicum L.)।
  67. Biodegrade: জৈবপচন
  68. Biodiversity: প্রাণবৈচিত্র্য
  69. Bioremediation: জৈবশুদ্ধি
  70. Bipinnate Leaf:
  71. Botanist: উদ্ভিদবিদ; উদ্ভিদবিজ্ঞানী
  72. Botany: উদ্ভিদবিদ্যা; উদ্ভিদবিজ্ঞান
  73. Botryose (Indefinite Inflorescence বা Racemose): অনিয়ত মঞ্জরি। মঞ্জরিদণ্ডটি অনির্দিষ্টভাবে বাড়তে থাকে এবং দণ্ডের মাথায় কোনো পুষ্পকলি থাকে না। দণ্ডের গোড়ার দিক থেকে অগ্রভাগের দিকে কলি ফুটতে থাকে। মঞ্জরিদণ্ডটি সঙ্কুচিত হয়ে পুষ্পাধারে পরিণত হলে মঞ্জরির পরিধির কলিগুলো আগে ফোটে এবং এভাবে অগ্রভাগের দিকে এগিয়ে চলে। ফলে কেন্দ্রের বা অগ্রভাগের ফুলগুলো সবার শেষে ফোটে। যেমন : সর্ষে, মুলো, অতসী ইত্যাদি।
  74. Bract: মঞ্জরিপত্র
  75. Branched Leaf Vein: শাখায়িত পত্রশিরা
  76. Branchlet: কাণ্ডকণিকা; এক বছরের কম বয়সী ছোট শাখা।
  77. Breathing Root: শ্বাসমূল; নাসিকামূল; শুলো। যেমন : মরিচা বাইন বা সাদা বাইন (Avicennia marina (Forssk.) Vierh.), কালা বাইন বা বড়ো বাইন (Avicennia officinalis L.), কেওড়া (Sonneratia apetala Buch.-Ham.), ওড়া বা ছৈলা (Sonneratia caseolaris (L.) Engl.) ইত্যাদি।
  78. Bryophyta: মসজাতীয় উদ্ভিদ; এক প্রকার অপুষ্পক উদ্ভিদ (Cryptogam)
  79. Bryophyte: Bryophyta
  80. Bud: মুকুল
  81. Buffer Zone: অন্তর্বর্তী এলাকা
  82. Bulb: কন্দ
  83. Bulbil: কক্ষকন্দ। যেমন : মেটে আলু (Dioscorea alata L.)।
  84. Buttress Root: অধিমূল; পদমূল। যেমন : জংলি বাদাম (Sterculia foetida L.), শিমুল (Bombax ceiba L.) ইত্যাদি।
  85. Calyx: বৃতি। পুষ্পাক্ষের সবচেয়ে বাইরের দিকের স্তবক। এর রঙ সবুজ ও দেখতে কিছুটা পাতার মতো। ফুলের কলি অবস্থায় বৃতি পুষ্পের অন্য তিনটি স্তবক (দল বা পাপড়ি, পুংস্তবক ও স্ত্রী স্তবক) ঢেকে রাখে।
  86. Campanulate: ভেঁপুসদৃশ; ঘণ্টাকার
  87. Canopy: পত্রাচ্ছাদন; সামিয়ানা।
  88. Capitulum: মুণ্ডক মঞ্জরি। যেমন : সূর্যমুখী (Helianthus annuus L.), ডালিয়া (Dahlia pinnata Cav.)। তবে আয়াপাণ (Ayapana triplinervis (Vahl) R.M.King & H.Rob.; সমনাম : Eupatorium ayapana Vent.)-এর মধ্যপুষ্পিকা উভলিঙ্গ।
  89. Complete Flower: সম্পন্ন ফুল; যে ফুলের বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক - এই চারটি অংশই থাকে। এর কোনোটা না থাকলেই Incomplete Flower বা অসম্পন্ন ফুল বলে গণ্য হবে।
  90. Compressed: চ্যাপ্টা
  91. Coprolite: নাদপাথর; লাদপাথর
  92. Coprolith: Coprolite
  93. Capsule: ক্যাপস্যুল। যেমন : ঢেঁড়স (Abelmoschus esculentus (L.) Moench), তিল (Sesamum indicum L.), দোপাটি (Impatiens balsamina L.), ধুতুরা (Datura metel L.) ইত্যাদি।
  94. Carbohydrate: শর্করা, শ্বেতসার
  95. Carnivore: মাংসাশী
  96. Carnivorous: Carnivore
  97. Carpel: গর্ভপত্র; স্ত্রীরেণুপত্র
  98. Caryophyllaceous: লবঙ্গবৎ দল। যেমন : দেশি গোলাপবর্ণা (Dianthus chinensis L.)। গোলাপবর্ণা নামকরণ করেছেন হাসান মেহেদী)।
  99. Catkin: ঝুলন্ত মঞ্জরি। যেমন : মুক্তাঝুরি (Acalypha hispida Burm.f.)। মুক্তাঝুরি নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  100. Caudate Leaf: লাঙ্গুলাগ্র পত্র। পত্রফলকের অগ্রভাগ সরু ও লম্বা। যেমন : অশ্বত্থ (Ficus religiosa L.)।
  101. Cauline Root: কাণ্ডজ মূল। যেমন : থানকুনি (Centella asiatica (L.) Urb.), আমরুল (Oxalis corniculata L.), বড়ো আমরুল (Oxalis debilis var. corymbosa (DC.) Lourteig), পান (Piper betle L.), গজপিপুল (Scindapsus officinalis (Roxb.) Schott), রক্তজবা (Hibiscus rosa-sinensis L.), কাঁটাগোলাপ (Rosa chinensis Jacq.) ইত্যাদি।
  102. Cell: কোষ
  103. Chlorophyceae: হরিৎ শৈবাল; সবুজ-শৈবাল
  104. Chlorophyll: সবুজকণা, হরিদ্রাকণা
  105. Ciliate: অক্ষিরোমযুক্ত; পক্ষ্মযুক্ত
  106. Class: শ্রেণি
  107. Clear Cutting: সাফকর্তন
  108. Climbing Root: আরোহী মূল। যেমন : পান (Piper betle L.), গজপিপুল (Scindapsus officinalis (Roxb.) Schott) ইত্যাদি।
  109. Clinging Root: সংলগ্নী মূল। যেমন : দ্রৌপদীমালা (Rhynchostylis retusa (L.) Blume)।
  110. Complete Flower: সম্পন্ন ফুল। যে ফুলের - বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক - এই চারটি অংশ থাকে।
  111. Compound Fruit: যৌগিক ফল। যেমন : কাঁঠাল (Artocarpus heterophyllus Lam.), আনারস (Ananas comosus (L.) Merr.), কাকডুমুর (Ficus hispida L.f.) ইত্যাদি।
  112. Compound Leaf: যৌগিক পত্র
  113. Compound Spike: যৌগিক শীষ মঞ্জরি। যেমন : ডাঁটাশাক (Amaranthus blitum L.)
  114. Compound Umbel: যৌগিক ছত্রমঞ্জরি। যেমন : ধনে (Coriandrum sativum L.), মৌরি (Foeniculum vulgare Mill.) ইত্যাদি।
  115. Conch: শঙ্খ
  116. Conical Root: শাঙ্কব মূল। যেমন : গাজর (Daucus carota L.)।
  117. Connective: যোজক। দুটি পরাগথলি সংযোগকারী নালি।
  118. Contractile Root: সংকোচী মূল। যেমন : পিঁয়াজ (Allium cepa L.), কলাবতী (Canna indica L.) ইত্যাদি।
  119. Coppice: প্ররোহ, গজার। কাটার করার পর গাছের গুঁড়ি থেকে যেসব চারা গজিয়ে ওঠে।
  120. Cordate: তাম্বুলাকার; হৃদয়াকার; হরতনাকার। যেমন : খামালু (Dioscorea bulbifera L.), পান (Piper betle L.), হলদে বেরেলা (Sida cordata (Burm.f.) Borss.Waalk.) ইত্যাদি।
  121. Coriaceous Leaflet: দৃঢ়ফলক। পত্রফলক শক্ত; ভাঁজ করতে গেলে মুড়মুড় করে ভেঙে যায়। যেমন : কাঁঠাল (Artocarpus heterophyllus Lam.), কেন্দু (Diospyros melanoxylon Roxb.) ইত্যাদি।
  122. Corm: গুঁড়িকন্দ। যেমন : ওল (Amorphophallus paeoniifolius (Dennst.) Nicolson), গ্লাডিওলাস (Gladiolus spp.) ইত্যাদি।
  123. Corolla: দলমণ্ডল। বৃতির উপরে থাকে। সাধারণত দলমণ্ডলের রঙ উজ্জ্বল হয় যাতে পরাগায়ণকারী পতঙ্গ আকর্ষিত হয়।
  124. Corymb: সমভূম মঞ্জরি। যেমন : কল্কেসুন্ধা (Senna occidentalis (L.) Link), ক্যান্ডিটাফ্ট (Iberis umbellata L.; সমনাম : Iberis coronaria D.Don) ইত্যাদি।
  125. Creeper: আরোহী লতা
  126. Critical (CR): সঙ্কটাপন্ন
  127. Critically Endangered (CE): মহাবিপন্ন
  128. Cross Pollination: পর-পরাগায়ণ; ইতর পরাগযোগ। যেমন : মিষ্টি কুমড়ো (Cucurbita moschata Duchesne), তাল (Borassus flabellifer L.), খেজুর (Phoenix sylvestris (L.) Roxb.), বৈঁচি (Flacourtia indica (Burm.f.) Merr.) ইত্যাদি।
  129. Cruciform: ক্রুশাকার দল। যেমন : সর্ষে (Brassica juncea (L.) Czern.), মুলো (Raphanus raphanistrum subsp. sativus (L.) Domin)।
  130. Cryptogamae (Cryptogam): অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে তিনভাগে ভাগ করা যায় : সমাঙ্গদেহী উদ্ভিদ (Thallophyta); মসজাতীয় উদ্ভিদ (Bryophyta) ও ফার্নজাতীয় উদ্ভিদ (Pteridophyta)
  131. Cultivar: আবাদি জাত
  132. Cuspidate: তীক্ষ্ণাগ্র পাতা। আনারস (Ananas comosus (L.) Merr.)
  133. Cyme Flower: নিয়তবিন্যস্ত ফুল
  134. Cymose Inflorescence: নিয়ত মঞ্জরি বা Definite Infloresence। মঞ্জরিদণ্ডটির মাথায় ফুল ফোটে। কাজেই, দণ্ডটির বৃদ্ধি সীমিত। দণ্ডটির অগ্রভাগের কলিগুলো আগে ফোটে তারপর ক্রমান্বয়ে গোড়ার দিকে এগিয়ে চলে।
  135. Cytology: কোষবিদ্যা
  136. Data Deficit (DD): তথ্যঘাটতি আছে
  137. Deciduous: পাতাঝরা; পত্রমোচী। যেসব গাছ বছরে এক বা একাধিক বারে পাতা ঝরিয়ে ফেলে।
  138. Decomposer: পচনকারী
  139. Detritus: জৈবাবশেষ
  140. Dicot: দ্বিবীজপত্রী উদ্ভিদ; এক ধরনের গুপ্তবীজী উদ্ভিদ (Angiospermae or Angiosperm)। আম (Mangifera indica L.), জাম, কাঁঠাল, মূলা, সরিষা, ছোলা, মটর, পাট, তুলা ইত্যাদি।
  141. Dicotyleae: Dicot
  142. Dicotyledon: Dicot
  143. Dioecious: ভিনবাসী (যে উদ্ভিদ-প্রজাতির একটি গাছে পুরুষ ও অন্য গাছে নারী ফুল হয়)
  144. Disc Floret: মধ্যপুষ্পিকা
  145. Division (Phylum): বিভাগ
  146. Domain: অধিজগৎ
  147. Double Toothed: দ্বি-দাঁতাল; বড় ও ছোট দাঁতসহ করাতাকার।
  148. Dry Fruit: বিদারী ফল। ফল পরিণত হবার পর শুষ্ক হয়ে ফলত্বকের বিদারণ ঘটে এবং বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। পাঁচ ধরনের বিদারী ফল হয় : শিমবৎ (Legume, Pod), আকন্দবৎ (Folicle), সর্ষেবৎ (Siliqua), সিলিকুলা (Silicula) ও ক্যাপসুল (Capsule)।
  149. Ebb: ভাটা
  150. Echinate: ঘন কাঁটাবিশিষ্ট
  151. Ecology: বাস্তুসংস্থান; প্রতিবেশ
  152. Ecosystem: বাস্তুতন্ত্র
  153. Elater: রেণুক্ষেপক
  154. Elliptical: উপবৃত্তাকার; ডিম্বাকার
  155. Elongate: প্রলম্বিত
  156. Emarginate: শীর্ষে খাঁজকাটা
  157. Embankment: বেড়িবাঁধ
  158. Embryo: ভ্রুণ
  159. Embryology: ভ্রুণবিদ্যা
  160. Emulsion: অবদ্রব
  161. Endangered (EN): বিপন্ন
  162. Endocarp: অন্তর্ফল
  163. Endoskeleton: অন্তর্কঙ্কাল
  164. Epiphyte: পরাশ্রয়ী উদ্ভিদ। যেমন : দ্রৌপদীমালা (Rhynchostylis retusa (L.) Blume), গজপিপুল (Scindapsus officinalis (Roxb.) Schott) ইত্যাদি।
  165. Epiphytic Root: পরাশ্রয়ী মূল; বায়বীয় মূল। যেমন : দ্রৌপদীমালা (Rhynchostylis retusa (L.) Blume)।
  166. Erect: খাড়া
  167. Evolution: বিবর্তন; অভিব্যক্তি
  168. Exoskeleton: বহির্কঙ্কাল
  169. Exotic: বহিরাগত
  170. External Morphology: বহিরাঙ্গসংস্থান
  171. Exterted Stamens:বহির্মুথ-দলের সীমা-উত্তীর্ণ পুংকেশর
  172. Extinct (EX): বিলুপ্ত
  173. Extinct in Wild (EW): বন্যাবস্থায় বিলুপ্ত, প্রকৃতিতে বিলুপ্ত
  174. Family: গোত্র; পরিবার
  175. Fasciculated Root: গুচ্ছিত মূল। যেমন : শতমূলী (Asparagus racemosus Willd.), ডালিয়া (Dahlia pinnata Cav.) ইত্যাদি।
  176. Fertilization: নিষেক
  177. Fibrous Root: গুচ্ছমূল; শিফামূল। যেমন : উড়িধান (Hygroryza aristata (Retz.) Nees ex Wight & Arn.), উলুখড় (Imperata cylindrica (L.) Raeusch.), বেণুপত্রিকা (Oplismenus burmanni (Retz.) P.Beauv.), আদিধান (Oryza rufipogon Griff.), ধানিঘাস (Porteresia coarctata (Roxb.) Tateoka), কাশফুল (Saccharum spontaneum L.) ইত্যাদি।
  178. Fiddler Crab: গুহাকাঁকড়া, সন্যাসী কাঁকড়া
  179. Filament: পুংদণ্ড
  180. Fimbriate: কিনারা সূক্ষ্মভাবে খণ্ডিত
  181. Fleshy Fruit: সরস ফল। ফলত্বক মাংসল ও সরস। পরিণত ফল না ফেটে পচে বিনষ্ট হয়। তিন ধরনের সরস ফল পাওয়া যায় : কাষ্ঠলান্তর ফল (Drup), কোমলান্তর ফল (Berry) ও ছদ্মফল (Pome)।
  182. Floating Root: ভাসমান মূল। যেমন : কেশরদাম (Ludwigia adscendens (L.) H.Hara; সমনাম : Jussiaea repens L.)।
  183. Flora: উদ্ভিদকুল
  184. Floret: পুষ্পিকা
  185. Flower: ফুল; পুষ্প
  186. Flower Bud: পুষ্পমুকুল
  187. Fluted Leaf: অনুচ্চ ধারবিশিষ্ট পাতা
  188. Fodder: পশুখাদ্য
  189. Foliar Root: পত্রজ মূল বা পত্রাশ্রয়ী মূল। যেমন : পাথরকুচি (Bryophyllum pinnatum (Lam.) Oken), লাল পাথরকুচি (Kalanchoe blossfeldiana Poelln.) ইত্যাদি।
  190. Folicle: আকন্দবৎ ফল। যেমন : আকন্দ (Calotropis gigantea (L.) Dryand.)।
  191. Forerunner: অগ্রযাত্রী; অগ্রদূত
  192. Forestry: বনায়নবিদ্যা
  193. Forked Vein: Branched Leaf Veins
  194. Form (form or f.): ধরন। অবস্থান ‘প্রজাতি’ (Species), ‘উপপ্রজাতি’ (Subspecies) ও ‘জাত’-এর (Variety) নিচে কিন্তু ‘আবাদি জাত’-এর (Cultivar) উপরে।
  195. Fossil: জীবাশ্ম
  196. Fruit: ফল
  197. Fruitlet: ফলিকা
  198. Fungi: ছত্রাক; এক প্রকার সমাঙ্গদেহী উদ্ভিদ (Thallophyta, Thallophyte or Thallobionta)
  199. Funnel-shaped Corolla: ধুতুরাকার দল। যেমন : ধুতুরা (Datura metel L.), নীল প্রভাতজ্যোতি (Ipomoea purpurea (L.) Roth) ইত্যাদি। নীল প্রভাতজ্যোতি নামকরণ করেছেন নিসর্গী মায়া মাহজাবীন।
  200. Fungicide: ছত্রাকনাশক
  201. Fusiform Root: মূলাকৃতি মূল। যেমন : মুলো (Raphanus raphanistrum subsp. sativus (L.) Domin)।
  202. Gametophytic: লিঙ্গধর বা লৈঙ্গিক উদ্ভিদ
  203. Gamopetalous Irregular Corolla: যুক্ত অসমাঙ্গ দল। তিন ধরনের যুক্ত-অসমাঙ্গ দল পাওয়া যায় : ওষ্ঠাধরাকৃতি (Bilabiate), উপমুখাকৃতি (Personate) ও জিহ্বাকার (Ligulate)।
  204. Gamopetalous Regular Corolla: যুক্তসমাঙ্গ দল। চার ধরনের যুক্তসমাঙ্গ দল পাওয়া যায় : নলাকার (Tubular), ঘণ্টাকার (Bell-shaped), রঙ্গনাকার (Salver-shaped) ও ধুতুরাকার (Funnel-shaped)।
  205. Generation: প্রজন্ম; জনু
  206. Generic Name: গণনাম; সাধারণ নাম
  207. Genetics: বংশগতিবিদ্যা; প্রজননবিদ্যা; জিনতত্ত্ব
  208. Genus: গণ
  209. Germination: অঙ্কুরোদ্গম; বীজ থেকে চারা জন্মলাভের প্রক্রিয়া।
  210. Glabrescent: পেলব; মসৃণ। কোনো লোম বা আঁশ নেই। যেমন : আম (Mangifera indica L.), কলা (Musa acuminata Colla), কাগজিলেবু (Citrus aurantiifolia (Christm.) Swingle) ইত্যাদি।
  211. Glabrous: Glabrescent
  212. Gland: গ্রন্থি
  213. Gland-dotted: গ্রন্থিযুক্ত। যেমন : তেজপাতা (Cinnamomum tamala (Buch.-Ham.) T.Nees & Eberm.)
  214. Glandular: গ্রন্থিযুক্ত
  215. Globose: বর্তুলাকার
  216. Gymnophore: গর্ভাশয়দণ্ড। যেমন : বরুণ (Crateva nurvala Buch.-Ham.)
  217. Gymnosperm: নগ্নবীজী উদ্ভিদ; ব্যক্তবীজী উদ্ভিদ; এক প্রকার সপুষ্পক উদ্ভিদ (Spermatophyte)।
  218. Gynaecium: স্ত্রীস্তবক বা গর্ভকেশরচক্র (Pistil)
  219. Habitat: বসতি; আবাসস্থল; আবাস
  220. Hair: লোম
  221. Hairy: লোমশ
  222. Halophyta: লবণাম্বু উদ্ভিদ
  223. Halophyte: লবণাম্বু
  224. Haustoria: চোষক মূল। যেমন : ভান্দা (Viscum monoicum Roxb. ex DC.), স্বর্ণলতা (Cuscuta reflexa Roxb.) ইত্যাদি।
  225. Haustorium: Haustoria
  226. Head of Inflorescence: Capitulum
  227. Heartwood: সারকাঠ
  228. Herb: বীরুৎ
  229. Herbaceous Leaflet: কোমল ফলক। ফলক পাতলা, নমনীয় ও কোমল। যেমন : তুলসী (Ocimum tenuiflorum L.; সমনাম : Ocimum sanctum L.)
  230. Herbal Plant: ভেষজ উদ্ভিদ; ঔষধি উদ্ভিদ; যেসব গাছ ব্যবহার করে সচরাচর ওষুধ তৈরি হয়।
  231. Herbicide: আগাছানাশক
  232. Herbivore: তৃণভোজী; তৃণভূক; শাকাহারী
  233. Heredity: উত্তরাধিকার; বংশগতি
  234. Hermaphrodite: বিচিত্রলৈঙ্গিক। যে উদ্ভিদ প্রজাতির কোনো কোনোটি পুরুষ, কোনো কোনোটি নারী, আবার কোনো কোনোটি উভয়লৈঙ্গিক। পেঁপে (Carica papaya L.)।
  235. Hermit Crab: সন্ন্যাসী কাঁকড়া
  236. Heterogeneous: অসমসত্ব
  237. Heteromorphic: অসমাকৃতি প্রজন্মক্রম
  238. Heterotroph: পরভোজী; পরভূক
  239. Heterophyte: পরভোজী উদ্ভিদ। পরভোজী উদ্ভিদ সাধারণত চার ধরনের হয় : পরজীবী (Parasitic Plant), মৃতজীবী (Saprophyte), মিথোজীবী (Symbiont) ও পতঙ্গভূক (Insectivorous)।
  240. Hirtellous: অতিসূক্ষ্ম রোমযুক্ত
  241. Histology: কলাবিদ্যা
  242. Homogeneous: সমসত্ব
  243. Homonym: যমজ নাম
  244. Horseshoe Crab: সাগর কাঁকড়া
  245. Horticulture: উদ্যান; উদ্যানবিদ্যা
  246. Host Plant: পোষক উদ্ভিদ
  247. Humus: বোদমাটি
  248. Hybrid: সঙ্কর; বর্ণসঙ্কর
  249. Hybridization: সঙ্করায়ণ
  250. Hydrophyte: জলজ উদ্ভিদ
  251. Hydroscopic: জলগ্রাহী
  252. Hypanthodium: উদম্বর; এক ধরনের ছদ্মফল। যেমন : যগডুমুর (Ficus racemosa L.), কাঁঠালি বট (Ficus benghalensis L.) ইত্যাদি।
  253. Hyper Saline: চরম লবণাক্ততা
  254. Identification: সনাক্তকরণ
  255. Imbricate (Overlapping): ইমব্রিকেট পাপড়িবিন্যাস; পাপড়িগুলোর একটির দুইপ্রান্ত ভেতরে, অপরটির দুইপ্রান্ত বাইরে; বাকিগুলোর একপ্রান্ত বাইরে ও একপ্রান্ত ভেতরে।
  256. Impact Zone: প্রভাবিত এলাকা
  257. Incomplete Flower: অসম্পূর্ণ ফুল। যে ফুলে - বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক - এর মধ্যে কোনো একটি অনুপস্থিত থাকে। যেমন : রজনীগন্ধা (Polianthes tuberosa L.) ফুলের বৃতি নেই। মিষ্টি কুমড়ো (Cucurbita moschata Duchesne) ফুলের পুংকেশর বা গর্ভকেশর অনুপস্থিত।
  258. Indefinite Inflorescence (Botryose, Racemose): অনিয়ত মঞ্জরি। মঞ্জরিদণ্ডটি অনির্দিষ্টভাবে বাড়তে থাকে এবং দণ্ডের মাথায় কোনো পুষ্পকলি থাকে না। দণ্ডের গোড়ার দিক থেকে অগ্রভাগের দিকে কলি ফুটতে থাকে। মঞ্জরিদণ্ডটি সঙ্কুচিত হয়ে পুষ্পাধারে পরিণত হলে মঞ্জরির পরিধির কলিগুলো আগে ফোটে এবং এভাবে অগ্রভাগের দিকে এগিয়ে চলে। ফলে কেন্দ্রের বা অগ্রভাগের ফুলগুলো সবার শেষে ফোটে।
  259. Indehiscent Fruit: অবিদারী ফল। পরিণত ফলের ত্বকের বিদারণ ঘটে না (ফাটে না)। ফলত্বক নষ্ট হয়ে গেলে বীজ বাইরে আসে। পাঁচ ধরনের অবিদারী ফল পাওয়া যায় : গোলাপবৎ (Achene), ধান্যবৎ (Caryopsis), সূর্যমুখীবৎ (Cypsella), লিচুবৎ (Nut) ও সামারা (Samara)।
  260. Indigenous Species: আদিবাসী প্রজাতি; স্বদেশি প্রজাতি
  261. Inflorescence: পুষ্পমঞ্জরি
  262. Insecticide: কীটনাশক
  263. Insectivore: পতঙ্গভূক; পতঙ্গভোজী
  264. Insectivorous Plant: পতঙ্গভূক উদ্ভিদ; এক ধরনের পরভোজী উদ্ভিদ (Heterophyte)। ঝাঁঝি; সূর্যশিশির, আলড্রোভান্ডা ইত্যাদি।
  265. Internal Morphology: অন্তরাঙ্গসংস্থান। অন্তরাঙ্গসংস্থান দুই ধরনের : কলাবিদ্যা (Histology) ও শারীরবিদ্যা (Anatomy)।
  266. Inter-tidal Zone: জোয়ারাঞ্চল
  267. Introduced Species: প্রবর্তিত প্রজাতি; যে উদ্ভিদ অন্য প্রতিবেশ থেকে এনে লাগানো হয়েছে।
  268. Invasive: আগ্রাসী
  269. Invertebrate: অমেরুদণ্ডী
  270. Irregular Flower: বিসমাঙ্গ ফুল; অপ্রতিসম ফুল। পুষ্পাক্ষের কেন্দ্র বরাবর খাড়াভাগে কখনওই দুটো সমান ভাগে ভাগ করা যায় না। যেমন : বকফুল (Sesbania grandiflora (L.) Pers.), কলাবতী (Canna indica L.) ইত্যাদি।
  271. Irregular Corolla: অসমাঙ্গ দলমণ্ডল। দলমণ্ডলের আকৃতি প্রজাপতির মতো। পাঁচটি অসমান দলাংশ বা পাপড়ি থাকে যার পঞ্চমটি সবচেয়ে বড়ো এবং বাইরের দিকে বেরিয়ে থাকে। যেমন : বকফুল (Sesbania grandiflora (L.) Pers.), অপরাজিতা (Clitoria ternatea L.), চিনাবাদাম (Arachis hypogaea L.)।
  272. Islet: নদীর মাঝের চর; দ্বীপাণু
  273. Kingdom: রাজ্য, জগৎ
  274. Knee Root:
  275. Lamina: পত্রফলক, অণুফলক; বহুফলকী বা যুক্তপত্রের ক্ষুদ্র ফলক
  276. Lanceolate: ভল্লাকার; বল্লমাকার। পাতার মধ্যভাগ চওড়া, অগ্রভাগ ও গোড়ার দিকে ক্রমশ সরু। যেমন : কল্কে (Cascabela thevetia (L.) Lippold; সমনাম: Thevetia peruviana (Pers.) K.Schum.), করবী (Nerium oleander L.) ইত্যাদি।
  277. Larva: শূককীট
  278. Latex: তরুক্ষীর
  279. Latex Plant: ক্ষীরী উদ্ভিদ; যে উদ্ভিদের অঙ্গ কাটলে সাদা কষ বের হয়।
  280. Leaf Blade: Lamina
  281. Leaf Bud: পত্রমুকুল
  282. Leaf Petiole: পত্রবৃন্ত
  283. Leaf Stalk: Leaf Petiole
  284. Leaflet: Lamina
  285. Least Concern (LC): আশঙ্কামুক্ত; আশঙ্কাহীন
  286. Leathery Leaflet: চর্মবৎ ফলক। পত্রফলক পুরু, যথেষ্ট দৃঢ়, সহজে ভাঙে না। যেমন : কুরচি (Holarrhena pubescens Wall. ex G.Don; সমনাম : Holarrhena antidysenterica (Roth) Wall. ex A.DC.)।
  287. Legume: শিম্ববৎ; শিমবৎ ফল। এক প্রকার বিদারী ফল। যেমন : ছোলা (Cicer arietinum L.), দেশিশিম (Lablab purpureus (L.) Sweet; সমনাম : Lablab niger Medik.), মটরশুঁটি (Pisum sativum L.), অতসী (Crotalaria retusa L.), শণপাট (Crotalaria juncea L.)।
  288. Lenticel: শ্বাসরন্ধ্র; সূক্ষ্ম ছিদ্র যা দিয়ে উদ্ভিদ নিজ কোষ ও বায়ুমণ্ডলের মধ্যে গ্যাস আদান-প্রদান করে। কখনও কখনও শ্বাসরন্ধ্র দিয়ে উদ্ভিদকোষের অতিরিক্ত লবণ বা জল ও নিঃসরিত হয়।
  289. Ligulate Corolla: জিহ্বাকার দল। ক্ষুদ্র দলমণ্ডলটির পাপড়ি উপরের দিকে জিভের মতো প্রসারিত। যেমন : সূর্যমুখীর প্রান্তপুষ্পিকা (Helianthus annuus L.)।
  290. Linear Leaf: রেখাকার পত্র। পত্রফলক সরু, লম্বা ও চ্যাপ্টা। ফলকের প্রান্তদুটি পরস্পর প্রায় সমান্তরাল। যেমন : রজনীগন্ধা (Polianthes tuberosa L.)।
  291. Littoral Zone: জোয়ারভাটার মধ্যাঞ্চল
  292. Lobe: লতি
  293. Lobbed: লতিযুক্ত
  294. Macrophyte: বৃহৎ জলজ উদ্ভিদ
  295. Mangrove: বাদা
  296. Mangrove Forest: বাদাবন
  297. Mangrove Tree: বাদাগাছ
  298. Marshland: আর্দ্রভূমি
  299. Mechanical Support Root: যান্ত্রিক সহায়ক মূল। যান্ত্রিক সহায়ক মূল সাত ধরনের হয় : (১) স্তম্ভমূল (Prop Root); (২) ঠেসমূল (Stilt Root); (৩) আরোহী মূল (Climbing Root); (৪) সংলগ্নী মূল (Clinging Root); (৫) সংকোচী মূল (Contractile Root); (৬) ভাসমান মূল (Floating Root); ও (৭) অধিমূল (Buttress Root)।
  300. Medicinal Plant: Herbal Plant
  301. Membrane: রোম
  302. Membranous: রোমশ
  303. Metamorphosis: রূপান্তর
  304. Micro-nutrient: অণুপুষ্টি
  305. Micropyle: ডিম্বকরন্ধ্র
  306. Migrate: পরিযান করা; অভিবাসন করা
  307. Migration: পরিযান; অভিবাসন
  308. Migratory: পরিযায়ী
  309. Misnomer: অপনাম, ভুল নাম
  310. Modified Adventitious Root: রূপান্তরিত অস্থানিক মূল। রূপান্তরিত অস্থানিক মূল তিন ধরনের : (১) ভাণ্ডারমূল বা খাদ্য সঞ্চয়কারী মূল (Storage Root); (২) যান্ত্রিক সহায়ক মূল (Mechanical Support Root) ও (৩) শারীরবৃত্তীয় সহায়ক মূল (Physiological Support Root)
  311. Modified Branch Root: রূপান্তরিত শাখামূল। বাদাগাছের শ্বাসমূল বা শুলো (Pneumatophore বা Breathing Root) এক ধরনের রূপান্তরিত শাখামূল।
  312. Modified Root: রূপান্তরিত মূল; পরিবর্তিত মূল। রূপান্তরিত মূল তিন প্রকার : (ক) রূপান্তরিত প্রধান মূল (Modified Tap Root), (খ) রূপান্তরিত শাখামূল (Modified Branch Root) ও (গ) রূপান্তরিত অস্থানিক মূল (Modified Adventitious Root)।
  313. Modified Tap Root: রূপান্তরিত প্রধান মূল; একে রূপান্তরিত স্থানিক মূলও (Modified True Root) বলা হয়। রূপান্তরিত প্রধান মূল চার প্রকার : (ক) মূলাকৃতি মূল (Fusiform Root), (খ) শাঙ্কব মূল (Conical Root), (গ) শালগমাকার মূল (Napiform Root) ও (৪) কন্দাল মূল (Tuberous Root)।
  314. Modified Stem: রূপান্তরিত কাণ্ড
  315. Molecule: অণু
  316. Moniliform Root: Beaded Root
  317. Monocarpic Plant: ওষধি গাছ; যে গাছ একবার ফল দিয়েই মারা যায়।
  318. Monocot: একবীজপত্রী উদ্ভিদ; এক ধরনের গুপ্তবীজী উদ্ভিদ (Angiosperm)। ধান, গম, ভুট্টা, আখ, তাল, নারকেল, সুপারি, কলা, কচু, আদা, হলুদ ইত্যাদি।
  319. Monocotyleae: Monocot
  320. Monocotyledon: Monocot
  321. Monoecious: সহবাসী (যে উদ্ভিদ-প্রজাতির একই গাছে পুরুষ ও নারী ফুল ফোটে)
  322. Morphology: অঙ্গসংস্থান। অঙ্গসংস্থান দুই ধরনের : External Morphology (বহিরাঙ্গসংস্থান) ও Internal Morphology (অন্তরাঙ্গসংস্থান)
  323. Mycology: ছত্রাকবিদ্যা
  324. Mycorrhizal Root: মৃতজীবী মূল। যেমন : ভুতফুল (Monotropa uniflora L.), হলদে প্রবালমূল (Corallorhiza trifida Châtel.; সমনাম : Corallorhiza innata R.Br.) ইত্যাদি।
  325. Napiform Root: শালগমাকার মূল। যেমন : শালগম (Brassica rapa L.), বীটকপি (Beta vulgaris L.) ইত্যাদি।
  326. Native Species: স্থানীয় প্রজাতি
  327. Neap Tide: মরাকাটাল
  328. Near Threatened (NT): প্রায় হুমকিগ্রস্ত
  329. Nekton ‍Species: সাঁতারু প্রজাতি
  330. Niche: দখলি এলাকা
  331. Nodulose Root: অর্বুদ মূল; গুটিমূল। যেমন : আমাদা (Curcuma amada Roxb.), মুথাঘাস (Cyperus rotundus L.) ইত্যাদি।
  332. Nomenclature: নামকরণ পদ্ধতি
  333. Normal Root: সাধারণ মূল। ভ্রুণমূল (Radicle) থেকে উৎপন্ন মূলকে প্রধান মূল (Tap Root), স্থানিক মূল (True Root) বা সাধারণ মূল বলা হয়।
  334. Not Applicable (NA): প্রযোজ্য নয়
  335. Not Evaluated (NE): যাচাইকৃত নয়
  336. Noxious Species: বিনাশী প্রজাতি
  337. Nurse Cell: পোষক কোষ
  338. Obolong Leaf: আয়তাকার পত্র। অত্যন্ত চওড়া ও লম্বা ফলকের প্রান্তদুটি সমান্তরাল; অগ্রভাগ ও গোড়ার দিকে প্রায় গোলাকার। যেমন : কলা (Musa acuminata Colla), পান্থপাদপ (Ravenala madagascariensis Sonn.), রাবার (Hevea brasiliensis (Willd. ex A.Juss.) Müll.Arg.) ইত্যাদি।
  339. Obovate Leaf: বিডিম্বাকার পত্র। পত্রফলকের আকৃতি ডিম্বাকার (ovate)-এর বিপরীত। অর্থাৎ পাতার অগ্রভাগ অপেক্ষাকৃত গোলাকার ও চওড়া আর গোড়ার দিকটা ক্রমশ সরু হয়ে পাতাটা চামচের মতো দেখায়। যেমন : কাঁঠাল (Artocarpus heterophyllus Lam.), দেশি বাদাম বা কাঠবাদাম (Terminalia catappa L.) ইত্যাদি।
  340. Obtuse Leaf:
  341. Ochrea: নলাকার উপপত্র
  342. Omnivore: সর্বভূক
  343. Oospore: ভ্রুণাণু
  344. Opposite Leaf: বিপরীত পত্র। শাখা বা প্রশাখার একই স্থানের দুইদিকে দুটি পাতা গজালে তাকে বিপরীত পত্র বলে।
  345. Orbicular: প্রায় বৃত্তাকার
  346. Order: বর্গ
  347. Ornamental Plant: বাহারি গাছ; শোভাবর্ধক উদ্ভিদ
  348. Ovary: গর্ভাশয়। স্ত্রীস্তবকের নীচরে স্ফীত অংশ। গর্ভাশয়ের মধ্যে ডিম্বক (Ovule) থাকে। যে তন্তুর সঙ্গে ডিম্বক যুক্ত থাকে তাকে বলা হয় অমরা (Placenta)।
  349. Overgrazing: অতিচারণ
  350. Ovate: ডিম্বাকার। পত্রফলকের গোড়ার প্রান্ত বেশ চওড়া ও গোলাকার এবং অগ্রভাগ সূঁচ্যগ্র। যেমন : জবা (Hibiscus rosa-sinensis L.), চিনাবট বা বেঞ্জামিন বট (Ficus benjamina L.) ইত্যাদি।
  351. Ovule: ডিম্বক
  352. Paleobotany: প্রত্নোদ্ভিদবিদ্যা
  353. Palmate Leaf: করতলাকার পাতা। হাতের পাঞ্জার মতো বোঁটার মাথা কেন্দ্র করে একাধিক পত্রক আঙুলের মতো বিস্তৃত থাকে। যেমন : শিমুল (Bombax ceiba L.; সমনাম: Bombax malabaricum DC.), সুশনি (Marsilea quadrifolia L.) ইত্যাদি।
  354. Panicle: শাখাশীষ মঞ্জরি; প্যানিকল্। যৌগিক ঝাড়শীষও বলা যায়। যেমন : আম (Mangifera indica L.), আমড়া (Spondias pinnata (L. f.) Kurz ও Spondias mombin L.), লিচু (Litchi chinensis Sonn.) ইত্যাদি।
  355. Parasitic Plant: পরজীবী উদ্ভিদ। যেমন : ভান্দা (Viscum monoicum Roxb. ex DC.), স্বর্ণলতা (Cuscuta reflexa Roxb.) ইত্যাদি।
  356. Pathology: রোগবিদ্যা
  357. Pedicel: বৃন্তক, অণুপদ; পুষ্প-শাখার প্রত্যেক ফুলের ক্ষুদ্র বোঁটা
  358. Pedicellate: সবৃন্তক
  359. Pedicellate Flower: সবৃন্তক ফুল। যেমন : গোলাপ (Rosa sp.)
  360. Perennial Plant: বহুবর্ষজীবী উদ্ভিদ
  361. Perianth: পুষ্পপুট; যে ফুলের বৃতি ও দলমণ্ডল আলাদাভাবে চিহ্নিত করা যায় না। যেমন : রজনীগন্ধা (Polianthes tuberosa L.; বর্ণান্তর : Polianthus tuberosa L.)
  362. Pericarp: ফলত্বক
  363. Personate Corolla: উপমুখাকৃতি দল। দলমণ্ডল ওষ্ঠাধরাকৃতির, কিন্তু অধরের একটি অংশ স্ফীত হয়ে দলনলটির মুখ বন্ধ করে দেয়। যেমন : বাসন্তী (Lindenbergia indica Vatke) ইত্যাদি।
  364. Pesticide: বালাইনাশক
  365. Petal: দল; দলাংশ; পাপড়ি। দলমণ্ডলের অংশ। উজ্জ্বলরঙা বা সুগন্ধী অথবা উভয়ই হয়।
  366. Petiolate Leaf: সবৃন্তক পাতা; বৃন্ত বা বোঁটা আছে এমন পাতা। যেমন : আম (Mangifera indica L.), কালোজাম (Syzygium cumini (L.) Skeels), কলা (Musa acuminata Colla), নারকেল (Cocos nucifera L.) প্রভৃতি।
  367. Phanerogam: সপুষ্পক উদ্ভিদ; যে উদ্ভিদের ফুল হয়। সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার : নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) ও আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ (Angiosperm)।
  368. Phanerogamae: Phanerogam
  369. Pharmacology: ভৈষজবিদ্যা
  370. Phycology: Algology
  371. Phylum: পর্ব
  372. Phylloclade: পর্ণকাণ্ড। শুষ্ক অঞ্চলের কিছু উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে চ্যাপ্টা হয়ে যায় এবং সবুজ রঙ ধারণ করে। এ চ্যাপ্টা কাণ্ডগুলো পাতার কাজও করে। অপরদিকে কাণ্ডের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। যেমন : ফণিমনসা (Opuntia dillenii (Ker Gawl.) Haw.)।
  373. Physiological ‍Support Root: শারীরবৃত্তীয় সহায়ক মূল; যেসব শেকড় শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। শারীরবৃত্তীয় সহায়ক মূল পাঁচ প্রকার : (১) আত্তীকরণ মূল (Assimilatory Root) (২) পরাশ্রয়ী মূল বা বায়বীয় মূল (Epiphytic Root) (৩) চোষক মূল (Haustoria) (৪) জনন মূল (Reproductive Root) ও (৫) মৃতজীবী মূল (Saprophytic Root)।
  374. Physiology: Anatomy
  375. Phytolith: উদ্ভিদপাথর
  376. Phytoplankton: উদ্ভিদকণিকা
  377. Pilosulous: সূক্ষ্ম রোমযুক্ত
  378. Pinnate Leaf: পক্ষল পাতা। মেরুদণ্ডের মতো একটি অক্ষের দৈর্ঘ্য বরাবর জোড়ায় জোড়ায় সাজানো পত্রক। জোড়ায় জোড়ায় সাজানো পাতার অক্ষের শেষপ্রান্তে যদি একক পত্রক থাকলে তাকে বলা হয় সচূড় পক্ষল পত্র। যেমন : গোলাপ (Rosa gallica L.)। জোড়ায় সাজানো অক্ষের শেষপ্রান্তে যদি একক পত্রক না থাকে তবে তাকে বলা হয় অচূড় পক্ষল পত্র। যেমন : তেঁতুল (Tamarindus indica L.), কল্কাসুন্ধা (Senna occidentalis (L.) Link) ইত্যাদি।
  379. Pinnate Venation: পালকাকৃতির শাখায়িত শিরাবিন্যাস
  380. Pinnified: পালকের ন্যায় খণ্ডিত লতিযুক্ত পত্রফলক
  381. Pistil: গর্ভকেশরচক্র বা স্ত্রীস্তবক (Gynaecium)
  382. Pistillate: সমৃদ্ধ গর্ভকেশর
  383. Placenta: অমরা। ডিম্বক (Ovule) যুক্ত থাকার তন্তু।
  384. Plankton: জীবকণিকা; প্রাণকণিকা
  385. Plant: উদ্ভিদ, গাছ। সাধারণভাবে উদ্ভিদ দুই প্রকার : অপুষ্পক ‍উদ্ভিদ (Cryptogamae) ও সপুষ্পক উদ্ভিদ (Phanerogamae)
  386. Plantae: উদ্ভিদজগৎ
  387. Plicate: পাখার মত ভাঁজকৃত
  388. Pneumatophore: Breathing Root
  389. Pod: Legume
  390. Pollen: পরাগ; রেণু; পরাগরেণু
  391. Pollen Sac: পরাগথলি
  392. Pollen Tube: পরাগনালি
  393. Pollination: পরাগায়ণ; পরাগযোগ। পরাগধানি (Anther) ফেটে গেলে সূক্ষ্ম পরাগরেণু (Pollen) ছড়িয়ে পড়ে। পতঙ্গ বা বাতাসের সাহায্যে গর্ভমুণ্ডে এসে যুক্ত হবার নামই পরাগায়ণ বা পরাগযোগ।
  394. Predator: শিকারজীবী; খাদক
  395. Prey: শিকার
  396. Primary Root: প্রাথমিক মূল; ভ্রুণমূল (Radicle) বর্ধিত হয়ে মাটিতে প্রবেশ করলে তাকে প্রাথমিক মূল বলা হয়। প্রাথমিক মূল দৃঢ় ও বলিষ্ঠ হয়ে উঠলে তাকে বলা হয় প্রধান মূল (Tap Root)।
  397. Prop Root: স্তম্ভমূল। কাণ্ডের শাখা-প্রশাখা থেকে শেকড় খাড়াভাবে নীচে নামতে থাকে এবং মাটির ভেতর ঢুকে যায়। এ মূলগুলো ক্রমেই স্ফীত হয়ে স্তম্ভের আকার ধারণ করে। যেমন : কাঁঠালি বট (Ficus benghalensis L.)।
  398. Propagule: জরায়ুজ অঙ্কুর
  399. Procumbent: ভূশায়ী
  400. Protandrous: অগ্রহজ পুংকেশর; যে পুষ্পের গর্ভকেশরের আগে পুংকেশর পাকে।
  401. Protogynous: অগ্রজ গর্ভকেশর; যে পুষ্পের পুংকেশরের আগে গর্ভকেশর পাকে।
  402. Protonym: পূর্ববর্তী নাম
  403. Pseudocarp: ছদ্মফল
  404. Pseudoelater: ছদ্ম রেণুক্ষেপক; নকল রেণুক্ষেপক
  405. Pteridophyta: ফার্নজাতীয় উদ্ভিদ; এক প্রকার অপুষ্পক উদ্ভিদ (Cryptogamae or Cryptogam)
  406. Puberulent: অতিসূক্ষ্ম রোমযুক্ত; অমসৃণ
  407. Puberulous: Puberulent
  408. Pubescent: রোমশ। পত্রফলকের তলা রোমযুক্ত। যেমন : সূর্যমুখীর পাতা (Helianthus annuus L.)
  409. Pull Root: Contractile Root
  410. Pyrene (Stone): আঁটি। যেমন : আম (Mangifera indica L.)।
  411. Raceme: ঝাড়শীষ মঞ্জরি; রেসিম। মঞ্জরিপত্রের কক্ষ থেকে ফুলের কুঁড়ি উদ্গত হয়। দণ্ডের নীচ থেকে উপর দিকে ক্রমানুসারে কুঁড়িগুলো ফুটতে থাকে। যেমন : সর্ষে (Brassica juncea (L.) Czern.), মুলো (Raphanus raphanistrum subsp. sativus (L.) Domin) ইত্যাদি।
  412. Racemose: অনিয়ত; Botryose বা Indefinite Inflorescence
  413. Radicle: ভ্রুণমূল; বীজের অঙ্কুরোদ্গমের সময় মাটিতে প্রবেশ করার জন্য যে শেকড়টি জন্মায় তাকে ভ্রুণমূল বলা হয়।
  414. Rain Forest: বর্ষারণ্য; বাদলবন; বৃষ্টিবন
  415. Raphe:
  416. Rare Species: বিরল প্রজাতি
  417. Ray Floret: প্রান্তপু্ষ্পিকা
  418. Regionally Extinct (RE): আঞ্চলিকভাবে বিলুপ্ত
  419. Regular Corolla: সমাঙ্গ দলমণ্ডল। সবগুলো পাপড়ি বা দলাংশ সমান আকারের হয়। সমাঙ্গ দলমণ্ডলের আওতায় তিন ধরনের দলমণ্ডল পাওয়া যায় : ক্রুশাকার (Cruciform), লবঙ্গবৎ (Caryophyllaceous) ও গোলাপবৎ (Rosaceous)।
  420. Regular Flower: Actinomorphic Flower
  421. Replum: গর্ভাশয়ের ভেতরের ঝিল্লিপর্দা, পাতলা পর্দা।
  422. Reproduction: প্রজনন
  423. Reproductive Root: জনন মূল। মূল কেটে লাগিয়ে দিলে মূলের পর্ব থেকে শেকড় গজায় এবং নতুন উদ্ভিদের জন্ম নেয়। যেমন : মিষ্টিআলু (Ipomoea batatas (L.) Lam.; সমনাম : Batatas edulis (Thunb.) Choisy); পটল (Trichosanthes dioica Roxb.) ইত্যাদি।
  424. Resin: রজন, সর্জরস
  425. Reticulate: জালশিরা; বুননসদৃশ
  426. Rhizome: গ্রন্থিকন্দ; আর্দ্রক মূল। যেমন : আদা (Zingiber officinale Roscoe), দুলালচাঁপা (Hedychium coronarium J.Koenig), আমাদা (Curcuma amada Roxb.) ইত্যাদি।
  427. Rodentiside: ইঁদুরনাশ
  428. Root: মূল; শেকড়। মূল দুই প্রকার : স্থানিক মূল (True Root) ও অস্থানিক মূল (Adventitious Root)
  429. Rosaceous: গোলাপবৎ দল। দলাংশ বা পাপড়ি সমান আকারের পাঁচটি। দলের নিম্নাংশ ক্ষুদ্র এবং অগ্রভাগ চ্যাপ্ট্যা। দলের ফলকগুলো বাইরের দিকে প্রসারিত। যেমন : গোলাপ (Rosa gallica L.)।
  430. Rosette:
  431. Runner Plant: ধাবক উদ্ভিদ। কাণ্ডের ভূমিসংলগ্ন শাখাগুলো অনুভূমিকভাবে এগিয়ে চলে এবং কিছুদুর পরপর গিঁট বা পর্বসন্ধি হয়। গিঁট থেকে শেকড় গজিয়ে কাণ্ডটাকে দৃঢ়ভাবে ভূমির সাথে আটকে রাখে। পর্বসন্ধির ওপরদিকে পাতা গজায়। যেমন : আমরুল (Oxalis acetosella L.), থানকুনি (Centella asiatica (L.) Urb.) ইত্যাদি।
  432. Sagittate: মানপত্রাকার; মানকচুর পাতার মতো আকৃতি। যেমন : ছোটকুট (Sagittaria sagittifolia L.); হংসপদ পাতাবাহার (Syngonium podophyllum Schott) ইত্যাদি। ‘হংসপদ পাতাবাহার’ নামকরণ করেছেন নিসর্গী মায়া মাহজাবীন।
  433. Salver-shaped: রঙ্গনাকার। দলনল সরু ও লম্বা। দলাংশ বা পাপড়িগুলো দলের সঙ্গে সমকোণে থাকে। যেমন : নয়নতারা (Catharanthus roseus (L.) G.Don; সমনাম : Vinca rosea L.), রঙ্গন (Ixora parviflora Lam.) ইত্যাদি।
  434. Samara Fruit: পক্ষল ফল; যে ফল বীজ উড়িয়ে নিয়ে যায়। এ ধরনের ফলের পাখা একক বা গোলাকার বা দ্বিপক্ষল হতে পারে।
  435. Sanctuary: অভয়াশ্রম
  436. Sandbar: চর; নদীতীরের চর
  437. Saprophyte: মৃতজীবী উদ্ভিদ; মৃতভূক উদ্ভিদ এক ধরনের পরভোজী উদ্ভিদ (Heterophyte)।
  438. Saprophytic Root: Mycorrhizal Root
  439. Sapwood: অসারকাঠ, অপক্ক কাঠ
  440. Scaber: অমসৃণ; খসখসে
  441. Scabrous: কর্কশ; অমসৃণ; খসখসে। স্পর্শ করলে এক ধরনের সূক্ষ্ম ও তীক্ষ্ণ বস্তুর উপস্থিতি অনুভব করা যায়। যেমন : কাকডুমুর (Ficus hispida L.f.), ভাঁট (Clerodendrum infortunatum L.) ইত্যাদি।
  442. Scarification: বীজত্বকমোচন
  443. Seed: বীজ
  444. Self Pollination: স্বপরাগায়ণ; স্বপরাগযোগ। পরাগধানি থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণ। যেমন : কাগজিলেবু (Citrus aurantiifolia (Christm.) Swingle), আম (Mangifera indica L.), কালোজাম (Syzygium cumini (L.) Skeels) ইত্যাদি।
  445. Seminal Root: প্রভাবক মূল। গুচ্ছমূলের একটি ধরন হলেও এ শেকড়গুলো প্রধান মূলের মতোই কাজ করে। যেমন : ধান (Oryza sativa L.), গম (Triticum aestivum L.), ভুট্টা (Zea mays L.) ইত্যাদি।
  446. Sensu (in the sense of): ধারণামতে; মোটামুটিভাবে। কোনো উদ্ভিদবিদ যখন সঠিকভাবে একটি উদ্ভিদ শনাক্ত না ক’রে একটি ধারণা দেন তখন তাঁর নামের আগে Sensu শব্দটা লেখা হয়। যেমন : Acacia pennata sensu Bake (গৃহীত নাম : Acacia torta (Roxb.) Craib): চিলাতি, কান্দারু, আলিয়া, কন্ড্রোজানুম বা তাওরা।
  447. Sensu amplo: উদ্ভিদের বড় একটা দলকে চিহ্নিত করা হয়েছে।
  448. Sensu auct.: একাধিক উদ্ভিদবিদ মোটামুটিভাবে শনাক্ত করেছেন কিন্তু সুনির্দিষ্ট করেননি।
  449. Sensu lato: মোটামুটিভাবে প্রজাতিটি চিহ্নিত করা হয়েছে।
  450. Sensu stricto: প্রজাতিটির একটি দল চিহ্নিত করা হয়েছে।
  451. Sepal: বৃত্যাংশ। বৃতির পাতার মতো দেখতে প্রতিটি অংশ। বৃত্যাংশগুলোকে একত্রে বৃতি (Calyx) বলা হয়।
  452. Sessile: অবৃন্তক
  453. Sessile Flower: অবৃন্তক ফুল। যেমন : রজনীগন্ধা (Polianthes tuberosa L.)
  454. Sessile Leaf: অবৃন্তক পাতা। যেমন : আকন্দ বা আঁকনপাতা (Calotropis gigantea (L.) Dryand.), শিয়ালকাঁটা (Argemone mexicana L.), উলটচণ্ডাল বা অগ্নিশিখা (Gloriosa superba L.) প্রভৃতি। অগ্নিশিখা নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  455. Shrub: গুল্ম
  456. Shoreline: তটরেখা
  457. Silicula: সিলিকুলা। সর্ষেবৎ ফলের মতোই। তবে ফল সর্ষের তুলনায় লম্বা এবং বীজের সংখ্যা কম। যেমন : ক্যান্ডিটাফ্ট (Iberis umbellata L.; সমনাম : Iberis coronaria D.Don)।
  458. Siliqua: সর্ষেবৎ ফল। পরিণত ফল নীচের দিক দিয়ে বিদারিত হয় এবং বীজগুলো পর্দার গায়ে লেগে থাকে। যেমন : সর্ষে (Brassica juncea (L.) Czern.), মুলো (Raphanus raphanistrum subsp. sativus (L.) Domin) ইত্যাদি।
  459. Silviculture: বনবিদ্যা
  460. Simple Leaf: এককপত্র; সরল পাতা। যেমন : গাঁদা (Tagetes erecta L.)
  461. Simple Fruit: সরল ফল। যেমন : মিষ্টি কুমড়ো (Cucurbita moschata Duchesne), পেঁপে (Carica papaya L.), বেগুন (Solanum melongena L.) ইত্যাদি। সরল ফল তিন ধরনের : বিদারী ফল (Dry Fruit), অবিদারী ফল (Indehiscent Fruit) ও সরস ফল (Fleshy Fruit)
  462. Sinus: লতিখাঁদ; দুই লতি (lobe বা blade)-এর মাঝের খাঁজ
  463. Soil Porosity: মৃত্তিকারন্ধ্র
  464. Spadix: স্থূলশীষ মঞ্জরি। মঞ্জরিদণ্ডের নীচ থেকে উপরদিকে যথাক্রমে স্ত্রী ফুল, ক্লীব ফুল ও পুরুষ ফুলগুলো সাজানো থাকে। যেমন : কচু (Colocasia esculenta (L.) Schott), ওল (Amorphophallus paeoniifolius (Dennst.) Nicolson; সমনাম : Amorphophallus campanulatus Decne.) ইত্যাদি।
  465. Species (sp. or spp.): প্রজাতি। একটি উদ্ভিদ বা প্রাণী চিহ্নিত করার সর্বোচ্চ পর্যায়। প্রজাতির পরে ক্রমানুযায়ী উপপ্রজাতি (Subspecies), জাত (Variety), ধরন (Form) ও আবাদি জাত (Cultivar) থাকে।
  466. Spermatophyte: Phanerogam
  467. Spike: শীষ মঞ্জরি, অনুপদহীন পুষ্পশাখা; যে শিষের পুষ্পে অণুপদ থাকে না। মঞ্জরিদণ্ড প্রলম্বিত ও অনির্দিষ্টভাবে বেড়ে চলে। ফুল বৃন্তহীন। পুষ্পদণ্ডের মঞ্জরিপত্রের কক্ষ থেকে ফুলের কুঁড়ি উদ্গত হয়। যেমন : আপাঙ (Achyranthes aspera L.) ও রজনীগন্ধা (Polianthes tuberosa L.)।
  468. Spinous: কণ্টকিত। যেমন : বেগুনের পাতা (Solanum melongena L.)
  469. Sporangium: বংশরেণুর থলি; যৌনরেণুস্থলি
  470. Spore: বংশরেণু; যৌনরেণু
  471. Spring Tide: ভরাকাটাল
  472. Stamen: পুংকেশর
  473. Staminode: বন্ধ্যা পুংকেশর
  474. Stem: কাণ্ড
  475. Sterilization: বন্ধ্যাত্বপ্রাপ্তি
  476. Stigma: গর্ভমুণ্ড। গর্ভদণ্ডের মাথার অংশ। গর্ভমুণ্ডের আকার-আকৃতি নানারকম হতে পারে।
  477. Stilt Root: ঠেসমূল। এ ধরনের মূল কাণ্ডটিকে খাড়া হয়ে থাকতে সাহায্য করে। যেমন : কেয়া বা কেতকী (Pandanus foetidus Roxb.)।
  478. Stipule: উপপত্র। একটি পাতার গোড়ায় (পত্রবৃন্ত) গজানো ছোট্ট পাতা। এগুলো পাতার মতো দেখতে। সাধারণত একসঙ্গে একজোড়া হয়।
  479. Stone: Pyrene
  480. Storage Root: ভাণ্ডারমূল; খাদ্য সঞ্চয়কারী মূল। ভাণ্ডারমূল পাঁচ ধরনের হয় : (১) কন্দমূল বা কন্দাল মূল (Tuberous Root); (২) গুচ্ছিত মূল (Fasciculated Root); (৩) অর্বুদ মূল (Nodulose Root); (৪) মালাকৃতি মূল (Moniliform Root বা Beaded Root) ও (৫) বলয়ী মূল বা চক্রাকৃতি মূল (Annulated Root)।
  481. Storm Surge: জলোচ্ছ্বাস
  482. Starch: উদ্ভিদ-শর্করা
  483. Stolon: ধাবকলতা
  484. Style: গর্ভদণ্ড। পুংদণ্ডের মতো স্ত্রীস্তবকের একটি অংশ যা গর্ভাশয়ের (Ovary) উপর বা পাশ থেকে উৎপন্ন হয়।
  485. Sub-globose: উপ-বর্তুলাকার
  486. Subspecies (subsp. or ssp.): উপপ্রজাতি। অবস্থান প্রজাতির (Species) নিচে কিন্ত জাত (Variety), ধরন (Form) ও আবাদি জাতের (Cultivar) উপরে।
  487. Subtropical: আধা-উষ্ণমণ্ডলীয়
  488. Succession: অনুক্রম; পরম্পরা
  489. Succulent: রসালো। পত্রফলকের পুরুত্ব বেশি, মাংসল ও সরস। যেমন : পাথরকুচি (Bryophyllum pinnatum (Lam.) Oken; সমনাম : Kalanchoe pinnata (Lam.) Pers.), পাথরচূড় (Plectranthus amboinicus (Lour.) Spreng., সমনাম : Coleus aromaticus Benth.) ইত্যাদি।
  490. Sucker: তেউড়। মাটির নীচের আনুভূমিক শিকড় বা ধাবকের আরেক নাম তেউড়। এ ধরনের শেকড় মাটির তলায় কিছুদূর আনুভূমিকভাবে বা তেরছাভাবে গিয়ে মাটি ভেদ করে উপরে ওঠে। তারপর সেখানে পাতা গজায়। যেমন : চন্দ্রমল্লিকা (Glebionis coronaria (L.) Cass. ex Spach; সমনাম : Chrysanthemum coronarium L.)।
  491. Sucking Root: Haustoria
  492. Sulphur: গন্ধক
  493. Swamp: জলা
  494. Swamp Forest: জলাবন
  495. Symbiont: মিথোজীবী বা অন্যেন্যজীবী উদ্ভিদ; এক ধরনের পরভোজী উদ্ভিদ (Heterophyte)
  496. Symbiosis: মিথোজীবী
  497. Symmetrically Zygomorphic: একপ্রতিসম ফুল। যেমন : বকফুল (Sesbania grandiflora (L.) Pers.)।
  498. Syncarpous: যুক্তগর্ভপত্রী। বহুগর্ভপত্রী পুষ্পের একটি ধরন। গর্ভপত্রগুলো মিলিতভাবে স্ত্রীস্তবকটি তৈরি করে। যেমন : ঢেঁড়স বা ভেন্ডি (Abelmoschus esculentus (L.) Moench), তিসি (Linum usitatissimum L.) ইত্যাদি।
  499. Synandrus Androecium: যুক্ত পুংস্তবক। পুংকেশরের পুংদণ্ড ও পরাগধানি উভয়ই পরস্পর যুক্ত থাকে। যেমন : মিষ্টি কুমড়োর ফুল (Cucurbita moschata Duchesne)।
  500. Syngenesious Anther: যুক্ত পরাগধানি। পুংকেশরের পুংদণ্ডগুলো পৃথক থাকলেও পরাগধানিগুলো পরস্পর যুক্ত থাকে। যেমন : ডালিয়া (Dahlia pinnata Cav.), গাঁদা (Tagetes erecta L.) ইত্যাদি।
  501. Synonym: সমনাম
  502. Tap Root: প্রধান মূল; প্রাথমিক মূল দৃঢ় ও বলিষ্ঠ হয়ে উঠলে তাকে প্রধান মূল (Tap Root) বলা হয়। একে স্থানিক মূল (True Root) বা সাধারণ মূলও (Normal Root) বলা হয়।
  503. Taxonomist: শ্রেণিবিন্যাসবিদ
  504. Taxonomy: শ্রেণিবিন্যাসবিদ্যা; শ্রেণিবিন্যাসবিধি
  505. Temperate Zone: শীতপ্রধান অঞ্চল
  506. Tendrillar Leaf: আকর্ষাগ্র; আকর্ষীভূত। পত্রফলকের অগ্রভাগ আকর্ষিতে পরিণত হয়। যেমন : উলটচণ্ডাল বা অগ্নিশিখা (Gloriosa superba L.)। অগ্নিশিখা নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  507. Tentacle: আঁকশি
  508. Tepal: Perianth
  509. Thalamus: পুষ্পাক্ষ
  510. Thallobionta: সমাঙ্গদেহী উদ্ভিদ; এক প্রকার অপুষ্পক উদ্ভিদ (Cryptogamae or Cryptogam)। সমাঙ্গদেহী উদ্ভিদগুলোকে দুই ভাগে ভাগ করা যায় : শৈবাল (Algae) ও ছত্রাক (Fungi)
  511. Thallophyta: Thallobionta
  512. Thallophytes: Thallobionta
  513. Threadlike Stamens: সূত্রবৎ বা সূতার মত পুংকেশর
  514. Threatened (TR): হুমকিগ্রস্ত
  515. Tidal Range: জোয়ারাওতা
  516. Tidal Bore: বান; জোয়ারোচ্ছ্বাস; জোয়ারপ্লাবন
  517. Tidal Surge: Tidal Bore
  518. Tidal Wave: স্রোতজ ঢেউ
  519. Tide Pool: স্রোতজ নালা; শিশা (শিশে)
  520. Tomentose: পশমি রোমযুক্ত
  521. Tomentulose: হালকা রোমশ
  522. Toothed: দাঁতাল; করাতাকার
  523. Transpiration: প্রস্বেদন
  524. Tropical Cyclone: ক্রান্তীয় ঘূর্ণিঝড়
  525. Tropical Forest: ক্রান্তীয় বন
  526. Tropics: ক্রান্তীয় অঞ্চল; গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল
  527. True Root: স্থানিক মূল; ভ্রুণমূল (Radicle) থেকে সরাসরি উৎপন্ন মূলকে প্রধান মূল (Tap Root), সাধারণ মূল (Normal Root) বা স্থানিক মূল বলা হয়।
  528. Trunk: গুড়ি
  529. Tuberous Root: কন্দমূল; কন্দাল মূল। যেমন : সন্ধ্যামালতি বা কৃষ্ণকলি (Mirabilis jalapa L.); পটপটি বা চটপটে (Ruellia tuberosa L.)। অস্থানিক মূলেরও (Adventitious Root) কন্দমূল বা কন্দাল মূল হতে পারে। যেমন : মিষ্টিআলু বা মৌআলু (Ipomoea batatas (L.) Lam.; সমনাম : Batatas edulis (Thunb.) Choisy)।
  530. Tubular Corolla: নলাকার দল। ফুলের প্রতিটি সমান দলাংশ বা পাপড়ি পরস্পর যুক্ত হয়ে একটি নলের আকৃতি নেয়। যেমন : ডালিয়ার মধ্যপুষ্পিকা (Dahlia pinnata Cav.)
  531. Turion: শীতকুঁড়ি; হিমকুঁড়ি। জলচক্র (Aldrovanda vesiculosa L.) জাতীয় উদ্ভিদের অগ্রভাগে উৎপন্ন ঘনসংবদ্ধ কাণ্ড ও পাতা যা তীব্র শীতে গাছ থেকে ঝরে পড়ে এবং অনুকূল পরিস্থিতিতে আবার বেড়ে ওঠে।
  532. Twig: এক বছরের বেশি বয়সী ক্ষুদ্র শাখা
  533. Twisted: পাকানো; এক ধরনের পাপড়িবিন্যাস। সব পাপড়ির একপ্রান্ত বাইরে ও একপ্রান্ত ভেতরে থাকে।
  534. Umbrella Species: ছত্রপ্রজাতি; যে প্রজাতির উপর নির্ভর করে আরো বহু প্রজাতি জীবনধারণ করে।
  535. Undulate (Wavy Margin): ঢেউখেলানো পত্রকিনার
  536. Unicellular: এককোষী
  537. Valve: কবাটিকা; কপাটক
  538. Variety: জাত। অবস্থান প্রজাতি (Species) ও উপপ্রজাতি (Subspecies)-এর নিচে কিন্তু ধরন (Form) ও আবাদি জাত (Cultivar)-এর উপরে।
  539. Vent: কপাট
  540. Variety (var.): জাত
  541. Vertebrate: মেরুদণ্ডী
  542. Vine: কাষ্ঠল লতা
  543. Viscose Leaf: আঠালো পাতা। পাতার পিঠ এক ধরনের আঠালো রাসায়নিক পদার্থ দ্বারা আবৃত। যেমন : তামাকপাতা (Nicotiana tabacum L. ও Nicotiana rustica L.); তুলসীপাতা (Ocimum tenuiflorum L.; সমনাম : Ocimum sanctum L.) প্রভৃতি।
  544. Viscosity: সান্দ্রতা; আঠালো ভাব।
  545. Vivipary: জরায়ুজ অঙ্কুরোদ্গম
  546. Vulnerable (VU): বিপদাপন্ন
  547. Warm-blooded: উষ্ণরক্তবাহী
  548. Watershed: জলবিভাজিকা
  549. Wavy Margin: Undulate
  550. Weed: আগাছা
  551. Wetland: জলাভূমি
  552. Whorled: চক্রাকার বিন্যাস; একই স্থান থেকে উদ্গত তিন বা ততোধিক পাতার বা শাখার বিন্যাস
  553. Widely Spaced Teeth: দূর-দাঁতাল, চওড়া দাঁতাল।
  554. Wildlife: বন্যপ্রাণ; বন্যজীব
  555. Xerophyte: মরু-উদ্ভিদ
  556. Zooplankton: প্রাণিকণিকা
  557. Zygomorphic Flower: Irregular Flower
  558. Zygote: Oospore